Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের “জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসা অনুদান” সেবার অনলাইন সফটওয়্যার চালু হয়েছে
বিস্তারিত

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড কর্তৃক “জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসা অনুদান” সেবার অনলাইন সফটওয়্যার চালু করা হয়েছে। বাংলােদশ কর্মচারী কল্যাণ বাের্ড ‘‘জটিল ও ব্যায়বহুল রােগের চিকিৎসা অনুদানের আবেদন ফরম নং-০৮ সংশোধন পূর্বক যুগোপযোগীকরণ এবং জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসা অনুদান এর Online Application System চালু করার বিষয়ে ৩৭তম বোর্ড সভায় অনুমোদনের পর বিজ্ঞপ্তি জারির মাধ্যমে ০৩/১০/২০২৩ তারিখ থেকে ফরমটি কার্যকর করা হয়। স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড এর কাজের গতিশীলতা ও উদ্ভাবনী দক্ষতা বৃদ্ধি,  নাগরিক সেবাদান প্রক্রিয়া দ্রুত ও সহজিকরনের উদ্দেশ্যে “জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসা অনুদান‘‘ অনলাইন সফটওয়ার চালু করা হয়েছে। এ পরিপ্রেক্ষিতে “জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসা অনুদান এর আবেদন চলতি নিয়মের পরিবর্তে  ০২ মে, ২০২৪ থেকে URL: https://eservice.bkkb.gov.bd/complex/login ব্যবহার করে অনলাইনে আবেদন দাখিল করতে হবে। অনলাইনে দাখিলকৃত আবেদন ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদনের হার্ডকপি মহাপরিচালক, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, ঢাকা বরাবর প্রেরণ করতে হবে। 

ডাউনলোড
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
13/06/2024
আর্কাইভ তারিখ
01/10/2030