Wellcome to National Portal
Main Comtent Skiped

General Medical Grants

সেবাপ্রার্থীর ক্যাটাগরি :

সরকারি ও তালিকাভূক্ত ১৯টি স্বায়ত্বশাসিত সংস্থার কর্মচারীর নিজ ও পরিবারের সদস্যদের জন্য প্রতিবছর একবার সাধারণ চিকিৎসা অনুদান হিসেবে সর্বোচ্চ টা: ২০,০০০/-  প্রদান করা হয়। কর্মচারীর বয়স ৬৭ বছর পর্যন্ত এ অনুদান প্রদান করা হয়।

 

সেবার মৌলিক তথ্যাবলী :

 

সেবা প্রদানকারীঅফিসের নাম

দায়িত্বপ্রাপ্ত কর্মচারী

সেবা প্রাপ্তির স্থান

প্রয়োজনীয় সময়

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, ঢাকা

২টি কমিটি কর্তৃক পরীক্ষা নিরীক্ষা করে চূড়ান্ত  অনুমোদন প্রদান করা হয়। কমিটি ২টি নিম্নরূপ:

১. বাছাই কমিটির সভার সুপারিশ

২. উপ-কমিটির সভায়  অনুমোদন

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, প্রধান কার্যালয়, ঢাকাসহ ৮টি বিভাগীয় কার্যালয়।

৩০ দিন

সেবা প্রদানের সংক্ষিপ্তবিবরণ

 

 

 

১. প্রধান কার্যালয়ে আবেদনসমূহ প্রাপ্তির পর ক্রমানুসারে সফটওয়্যারে এন্ট্রিকরণের মাধ্যমে তালিকা প্রণয়ন এবং SMS এর মাধ্যমে আবেদনের ডিজিটাল ডায়েরী নম্বর, তারিখ ও আবেদনে কোন ত্রুটি থাকলে তা জানিয়ে দেয়া হয়

২. প্রধান কার্যালয় এবং বিভাগীয় কার্যালয়ে প্রাপ্ত আবেদনসমূহ পরবর্তী মাসের ৭ তারিখে প্রথমে বাছাই কমিটি পরীক্ষা নিরীক্ষা করে অর্থ মঞ্জুরির সুপারিশ করে; প্রত্যেক মাসের ১৫ তারিখে অনুষ্ঠিত উপকমিটির সভায় চূড়ান্ত অর্থ মঞ্জুরি প্রদান করা হয়;

৩. প্রধান কার্যালয়ে আবেদনকারীর নামে মঞ্জুরিকৃত অর্থ আবেদনকারীর ব্যাংক হিসাবে EFT এর মাধ্যমে সরাসরি প্রেরণ করে আবেদনকারীর মোবাইল ফোনে ক্ষুদেবার্তার মাধ্যমে মঞ্জুরিকৃত অর্থের পরিমাণ জানিয়ে দেয়া হয়;

৪. বিভাগীয় কার্যালয় থেকে আবেদনকারীর অফিস কর্তৃপক্ষ বরাবরে মঞ্জুরিকৃত অর্থের চেক প্রেরণ করা হয় এবং আবেদনকারীকে অনুলিপি প্রেরণ করে চেক প্রেরণের বিষটি অবহিত করা হয়; এবং

     ৫. এ সংক্রান্ত সকল তথ্য বোর্ডের ওয়েবসাইট (www.bkkb.gov.bd) থেকে জানা যায়